নওগাঁ: আর কত গ্রেপ্তারি? কারাগারে স্থান নেই, কিন্তু জঙ্গী এই ইন্টেরিমের গ্রেপ্তারি বন্ধ নেই। প্রতিদিন গ্রেপ্তার করা হচ্ছে ভুয়া সমস্ত মামলা দিয়ে আওয়ামী লীগকে।

আওয়ামী লীগের নওগাঁ-৬ আসনের সাবেক এমপি তথা জনপ্রিয় নেতা মো. ওমর ফারুক সুমনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এছাড়াও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ৫ নেতাকর্মী গ্রেফতার করেছে ডিবি।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যম পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ডিবি।

বাকিদের নাম-পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *