ঢাকা: বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম মারা গিয়েছেন।
শুক্রবার ১০ অক্টোবর সকাল ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান।
সরওয়ার জাহান নিজাম বাংলাদেশ নৌবাহিনীর ১১তম প্রধান এবং প্রথম ভাইস অ্যাডমিরাল ছিলেন।
১৯৭৩ সালের ১ জুন সাব- লেফটেন্যান্ট পদে কমিশনপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম (অব.) তাঁর সামরিক জীবনে বাংলাদেশ নৌবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এরই ধারাবাহিকতায় তিনি ১০ ফেব্রুয়ারি ২০০৭ তারিখে নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ও নৌবাহিনীর অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বাংলাদেশ নৌবাহিনী তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।
তিনি অসুস্থই ছিলেন কয়েক বছর ধরে। নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।
১৯৫২ সালে চট্টগ্রামের আনোয়ারায় সম্ভ্রান্ত নিজাম পরিবারে জন্মগ্রহণ করেন সরওয়ার জাহান।
