ঢাকা: এইবার গ্রেপ্তার করা হলো ভূঁইয়া সফিকুল ইসলামকে। এই নিরীহ মানুষটাকেও ইউনুস এতো ভয় পায়! তাঁকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে। কী হাস্যকর!
সরকার যখন চোখে অন্ধকার দেখে ভয় পায় , তখনই গণহারে গ্রেফতার করে।
বাক স্বাধীনতার স্বর্ণযুগ চলছে। বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল বিগত সময়ে টেলিভিশনে তৎকালীন সরকারের সমালোচনা করে কয়বার গ্রেফতার হয়েছিলেন?
এটা তো স্পষ্ট, স্বৈরাচার কে?
বাঙালী, আসল ফ্যাসিজম কাকে বল তা হাতে কলমে শিখে নাও। মহাজন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে দেশে গৃহযুদ্ধ লাগিয়ে দিতে।
সারা আগস্টমাস জুড়ে দেশে চলেছে সীমাহীন সহিংসতা ও আরাজকতা। সাংবাদিক হত্যা থেকে শুরু করে, মুক্তিযোদ্ধাদের আক্রমণ এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর মব হামলা থেকে শুরু করে প্রকাশ্য দিবালোকে চলেছে হত্যা ও নির্যাতন।
গ্রেপ্তার তো আছেই। থেমে থাকেনি বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর উপর তৌহিদি জনতার হামলা। নাক, মুখ চেপে অজ্ঞান হয়ে পড়ে আছে জঙ্গী ইউনূস।
সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও সাত নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলাম ২০১৩ খ্রিষ্টাব্দে পরিকল্পনা বিভাগের সচিব ছিলেন। পরে ২০১৫ খ্রিষ্টাব্দে তাঁকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব করা হয়।