ঢাকা: বাংলাদেশে চলছে একনায়কতন্ত্র। যখন যাকে খুশি তাঁকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার একাত্তরের শক্তির বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেপ্তার করেছে ইউনুসের পুলিশ।

রাজধানীর মোহাম্মদপুর থেকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

তবে শামসুল আলমকে কী মামলায় গ্রেফতার করা হয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি।

শামসুল আলম অত্যন্ত মেধাবী এবং সৃজনশীল একজন মানুষ। এই মানুষদেরকে ধরে ধরে ভুয়া মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে বাংলাদেশে।

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৯৭৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত ৩৫ বছর অধ্যাপনা করেন।

তিনি অর্থনীতি বিষয়ক ১২টি গ্রন্থ রচনা করেন যার মধ্যে গবেষণা ও পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত।

অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য একুশে পদক প্রাপ্ত হন শামসুল আলম।

শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় এই ব্যক্তিত্বকে গ্রেপ্তার করা হয়েছে।এমন লক্ষ লক্ষ নেতা কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে!

কৃষি অর্থনীতিতে অবদানের জন্য ২০২০ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে একুশে পদকে ভূষিত করে। এবং ২০২২ সালের ২৪ মে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে স্থান পান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *