চট্টগ্রাম: ট্রাকের ধাক্কায় মালবাহী ট্রেনের ইঞ্জিন উল্টে গেলো? অদ্ভুত কাণ্ড!

চট্টগ্রামের সাগরিকা এলাকায় চালবোঝাই ট্রাকের ধাক্কায় মালবাহী একটি ট্রেনের ইঞ্জিন উল্টে গেছে। এই দুর্ঘটনার ফলে মালবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনায় একজন নিহতের খবর পাওয়া যাচ্ছে!

সোমবার (২৮ অক্টোবর) ভোরে নগরীর সাগরিকা স্টেডিয়াম রেলগেইট এলাকায় এই আশ্চর্যজনক দুর্ঘটনাটি ঘটে।

জনগণ হতভম্ব একটি ট্রাকের ধাক্কায় ইঞ্জিন কী করে উল্টে যায়?

রেলওয়ের এক কর্মকর্তা জানান, ভোরে চট্টগ্রাম বন্দর থেকে মালবাহী ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়।

সাগরিকা এলাকায় পৌঁছালে একটি ট্রাক সিগন্যাল না মেনে ট্রেনের ইঞ্জিনে সজোরে আঘাত করে। এতে ট্রেনের ইঞ্জিন উল্টে যায়।

দুমড়ে মুচড়ে গিয়েছে ট্রাকটি। ট্রেনও লাইনচ্যুত হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *