ঢাকা: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ঠিকমতো অফিস করলেও কী আর না করলেও কী, দেশ যে গতিতে চলেছে, তাতে দফারফা অবস্থা।

এবার গয়েশ্বর রায় খোঁজখবর নিচ্ছেন উপদেষ্টারা ঠিকমতো অফিস করছেন কিনা? রেজিস্টারে তো নাম অবশ্যই থাকবে, তবে দেশ গড়ার রেজিস্টারে তাদের নাম নেই।

মাইলস্টোন স্কুলের ট্র্যাজেডির দিনে পাবনায় চলছিল বি এন পি সাংস্কৃতিক অনুষ্ঠান! মির্জা ফখরুল,রিজভী,এ্যানী সাহেব প্রোটোকল নিয়ে হাসপাতালে দেখতে গিয়ে পরিবেশ নষ্ট করেছিল।

ইউনূসের রাষ্ট্রীয় শোক রাত ৯ টায় যমুনায় হাসিমুখে পালন করেন মির্জা ফখরুল এবং গয়েশ্বর রায়। জুস খেয়ে ঐক্য ডাক দেন বি এন পি!

বিএনপির অবশ্য এসব জন্মগত গুণ। তারপরে আবার গয়েশ্বরের নাকি কান্না দেখা যাচ্ছে।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ঠিকমতো অফিস করছেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বাংলাদেশে যে একটি সরকার আছে, তার দৃশ্যমান কোনো কাজ দেখছে না জনগণ। আর উপদেষ্টারা ঠিকমতো অফিস করছেন কি না, সে ব্যাপারেও সন্দেহ আছে।

তিনি বলেন, প্রশিক্ষণ বিমানটি কেন জনবহুল এলাকা দিয়ে উড়ানো হল। আর সেই সাথে মাইলস্টোন কলেজের কর্তৃপক্ষ কেন কোচিং করালো সেই প্রশ্নও আছে।

স্কুল কর্তৃপক্ষের গাফলতি যাচাই করে বিচার করতে হবে।

বিএনপির এই নেতা বলেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকলে মাইলস্টোনের ঘটনায় সারা দেশ আজ বিক্ষোভে ফেটে পড়ত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *