ঢাকা: জুলাই যুদ্ধ আবার কী? কে করেছে জুলাই যুদ্ধ? জঙ্গী আন্দোলন করে দেশটাকে লুটেপুটে খাওয়ার লাইসেন্সের নাম দেয়া হয়েছে জুলাই যুদ্ধ!

বাংলাদেশে একটাই যুদ্ধ হয়েছে সেটা হলো ৭১ এর মুক্তিযুদ্ধ!

১২৮ জনের গেজেট বাতিল হয়েছে। তা কী বাতিল করলেই হবে? জনগণ আওয়াজ তুলছে, এদের নামে তো প্রতারণার মামলা হওয়া উচিত। খোঁজ করলে এরকম আরো পাওয়া যাবে।

তাছাড়া আগেই বলা হলো, বা সারা দেশ অনুভব করছে, একটা আদ্যোপান্ত জঙ্গী আন্দোলন হয়েছে। এছাড়া আর কিছু না। নেতাদের পকেট ফুলেছে, এখন সময় বুঝে চম্পট দেবে।

বলা হচ্ছে, জুলাই বিপ্লবে আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে তালিকাভুক্ত হওয়া ১২৮ জনের গেজেট বাতিল করেছে সরকার।

এদের মধ্যে ২৩ জনের নাম দ্বৈত গেজেটে ছিল, আর ১০৫ জন আহত বা আন্দোলনে যুক্ত না থাকায় তাদের গেজেট বাতিল করা হয়েছে।

বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের প্রকাশিত গেজেট তালিকায় কিছু কিছু জুলাই যোদ্ধা আহত নয়, আন্দোলনে থেকে আহত হয়নি এবং কয়েকজনের নামে একাধিক গেজেট প্রকাশিত হওয়ার তা বাতিলের জন্য জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে ময়মনসিংহ বিভাগের ২১ জন, সিলেট বিভাগের ২৭ জন, চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, খুলনা বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ৩ জন, ঢাকা বিভাগের ১৪ জন, রাজশাহী বিভাগের ১৩ জন, বরিশাল বিভাগের ২ জনসহ সর্বমোট ১২৮ জনের গেজেট বাতিল করেছে।

গেজেটে দ্বৈততার কারণে ২৩ জন এবং আহত নয়, আন্দোলনে সম্পৃক্ত নয় এমন ১০৫ জনের গেজেট বাতিল করা হয়েছে।

তবে জুলাই যোদ্ধা নামক জঙ্গীদের কাজে লাগিয়ে কারা টাকা আত্মসাৎ করছে বা টোকাইদের কারো কি বিচার হবে এই বাংলার মাটিতে?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *