ফেনী: চোর, ডাকাত, খুনী, সন্ত্রাসীতে ভরে গিয়েছে দেশ! প্রশাসন, রাষ্ট্র নীরব এইসব ঘটনায়। বা কখনো দেখা যাচ্ছে পুলিশের হাত ফস্কেই চোর পালাচ্ছে।

ফেনীর দাগনভূঞায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) দিনগত রাতে উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজার সংলগ্ন চানপুর গ্রামের আজিজ উল্যা মাস্টার বাড়িতে এই ডাকাতির ঘটনাটি ঘটে।

ডাকাত দল পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ২ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়, যার মধ্যে ৭০ ভরি সোনা, ৩ হাজার ইউরো এবং নগদ ৪ লাখ টাকা উল্লেখযোগ্য।

পরিবারের ভাষ্যমতে, ডাকাতরা আজিজ উল্যার ছোট ছেলে কামাল উদ্দিন বাবুলের ডুপ্লেক্স ঘরের বারান্দার লোহার গ্রিল ও কলাপসিবল গেট কেটে ভেতরে প্রবেশ করে।

ভেতরে ঢুকে অস্ত্র ঠেকিয়ে বাড়ির লোকজনকে বেঁধে ফেলে এবং নির্বিচারে লুটপাট চালায়।

বাবুল মিয়ার বড় মেয়ে লাবনী আক্তার সুইডেন প্রবাসী। সম্প্রতি তিনি দেশে আসেন। এবং তাঁর বাবার বাড়িতেই ছিলেন।

ঘটনা যে রাতে ঘটে তখন বাবুল মিয়ার স্ত্রী ও মেয়ে বাড়িতে ছিলেন না।

ডাকাতরা ঘরে ঢুকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে বাবুল মিয়া, দুই ভাগনে ও দুই বোনকে বেঁধে ফেলে। বাবুল মিয়াকে প্রচুর মারধর করে তারা।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহেদ পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের ধরতে অভিযানসহ মামলার প্রস্তুতি চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *