ঢাকা: অন্তর্বর্তী সরকারের কাছে যেটা প্রতিবাদ, প্রতিরোধ বা বিপক্ষ বলে মনে হয় সেটা তখনই অপপ্রচার হয়ে যায়। এই এক বছর ধরে জনগণ শুধু অপপ্রচারই করে যাচ্ছে আর অবৈধ সরকার কেবল ভালো পদক্ষেপ, কর্মকাণ্ড করে যাচ্ছে!
বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা ইউনূস বাহিনীর চরিত্র। মাইলস্টোন এর ঘটনায় ছাত্রদের ভালোভাবে সাংবাদিকদের সাথে কথা বলতে দেয়া হয়নি সঠিক তথ্য জেনে যাওয়ার ভয়ে, সেনাবাহিনী তাদের সরিয়ে নিয়েছে।
লাশ গুম অপচেষ্টায় আছে সেনা। এইসব অপপ্রচার?
এটা যদি অপপ্রচার হয় তাহলে গোপালগঞ্জে সেনার গণহত্যায় যে মানুষগুলো মারা গেলো তাদের জোর জুলুম করে দাফন করা হলো ময়নাতদন্ত ছাড়াই, আইন বিরুদ্ধ এই কাজটা তাহলে কী?
এটাও অপপ্রচার? জঙ্গী বাহিনী চালাচ্ছে ইউনূস, দেশের গতি বেহাল করে ছেড়েছে এইসব কিছু অপপ্রচার?
তাহলে প্রচার কোনটা?
মঙ্গলবার সরকারপ্রধানের দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ‘মর্মান্তিক দুর্ঘটনায়’ নিহত ও আহতদের প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে ‘সব ধরনের সহায়তা’ দেওয়া হচ্ছে।
“নিহতদের প্রত্যেকের নাম-পরিচয় যাচাই ও তালিকা করা হচ্ছে। যে সকল মরদেহ শনাক্ত করা যাচ্ছে না, সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হচ্ছে।”
পাশাপাশি ঢাকার কয়েকটি হাসপাতালে এ ঘটনায় আহতদের সুচিকিৎসায় ‘সর্বোচ্চ ব্যবস্থা’ নেওয়ার কথা বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
সেখানে বলা হয়, “আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, বিভিন্ন মহল থেকে হতাহতের তথ্য গোপন করা হচ্ছে দাবি করে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জানাতে চাই যে, এ দাবি সঠিক নয়।”