ঢাকা: বাংলাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করেছে সরকার।

তবে এ নিয়ে যথেষ্ট সমালোচনা দেখা যাচ্ছে।

একজন লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, ‘এতে প্রাথমিকের হালচাল হবে, মোটেই মান বৃদ্ধি পাবে না।

মান বৃদ্ধিতে মূল ভূমিকা পালন করে সহকারী শিক্ষকগণ। এখন তাঁরা আরো বেশি নির্যাতিত হবেন, এই প্রধান শিক্ষক দ্বারা।

এতে একটা কাজ হলো প্রধান শিক্ষকগণ এক প্রকার ফ্যাসিবাদী মনোভাব কায়েম করবেন, তাঁরা নিজ উপজেলায় চাকরি করেন এবং কাউকেই মানবেন না।

অনিয়ম, দুর্নীতি আর স্বেচ্ছাচারিতায় ভরে যাবে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থা অতি দ্রুতই ভেঙে পড়বে’।

অনেক সহকারি শিক্ষকরা অসন্তুষ্টি প্রকাশ করেছেন।

সারাদেশে ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল বিদ্যমান ১১তম গ্রেড (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং ১২তম গ্রেড (প্রশিক্ষণবিহীন) থেকে ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে।

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি, ১২৪/২০২২ নং সিভিল রিভিউ পিটিশনে সর্বোচ্চ আদালতের আদেশ অনুসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষকের বিদ্যমান ১১তম থেকে ১০ম গ্রেড বেতন স্কেলে উন্নীত করার সিদ্ধান্ত হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *