ঢাকা: কেন মুক্ত দরপত্র ছাড়াই ডিপি ওয়ার্ল্ডের কাছে পোর্ট হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর ইউনূস? এর জবাব দেবেন তিনি?
চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় কনটেইনার টার্মিনাল, নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), পরিচালনার দায়িত্ব কোনো ধরনের প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়া সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার।
ডিসেম্বরের মধ্যেই দায়িত্ব হস্তান্তরের পরিকল্পনা রয়েছে, ইতিমধ্যে চুক্তির খসড়া প্রণয়নের কাজও চলছে বলে বিশ্বস্থ সূত্রে জানতে পারা গেছে।
নৌ-পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এবং বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান জানিয়েছেন, বন্দরের পরিচালন দক্ষতা বৃদ্ধি, বৈশ্বিক সাপ্লাই চেইনের চাপ মোকাবেলা, আন্তর্জাতিক মান অর্জনের জন্য ডিপি ওয়ার্ল্ডের মতো অভিজ্ঞ বিদেশি অপারেটর প্রয়োজন।
তবে দেশবাসীর এই নিয়ে প্রচুর অভিযোগ রয়েছে। কারণ এই কাজটি কোনো ভালো কাজ হতে যাচ্ছে না।
সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বিশেষজ্ঞ, ব্যবসায়ী এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন।
এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে।প্রতিযোগিতামূলক প্রক্রিয়া অনুসরণ না করায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এবং প্রশ্ন উঠছে জাতীয় স্বার্থ নিয়ে। দেশের প্রধান বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মিনাল এইভাবে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।