ঢাকা: পরিবেশের জন্য এটি অত্যন্ত সুখবর।তবে এই প্রজাতিকে বাঁচিয়ে রাখতে হবে। সরকারের উদ্যোগ না থাকলে এগুলোকে বাঁচিয়ে রাখা অসম্ভব।
বাংলাদেশে পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মত নাফ নদীর তীরে একটি চিংড়ি ঘেরে অত্যন্ত বিপন্ন প্রজাতির সবুজ সামুদ্রিক কাছিমের দেখা পাওয়া গেছে।
জীবন রক্ষা পেয়েছে কাছিমটির। কাছিমটি ফিরে গেছে সাগরে।
বিরল প্রজাতির কাছিমটি ধরা পড়ে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় নাফ নদীর তীরে।
১০ জুলাইর ঘটনা এটি।
সংশ্লিষ্টরা ধারণা করছেন, সাগর থেকে নাফ নদী হয়ে প্রায় ২০ কিলোমিটার দূরত্ব পেরিয়ে কাছিমটি সেখানে পৌঁছায় ধীরে ধীরে।