খাগড়াছড়ি: মহালছড়ি আবারও আগুনে পুড়লো। পুরো বাজার ছাই হয়ে গেলো!

দানব আগুন খেয়ে ফেলছে দেশটা। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে।

বারবার আগুনে পুড়ছে মহালছড়ি, তবুও এখানে কোনো ফায়ার সার্ভিসের ব্যবস্থা নেই!

তবে এবারই নয়, এর আগেও বহুবার আগুনে পুড়েছে মহালছড়ি বাজার! কিন্তু কোনো স্থায়ী সমাধান নেই।

বারবার আগুন, বারবার ক্ষতি — তবুও কোনো উদ্যোগ নেই সরকারের।

গভীর রাতে সবাই ঘুমিয়ে থাকাকালীন হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে বাজারের একাংশে। মুহূর্তের মধ্যেই আগুন গ্রাস করে নেয় অর্ধেক বাজার—পুড়ে যায় অনেক দোকান, ঘরবাড়ি ও মানুষের জীবনের সঞ্চয়।

ফায়ার সার্ভিস না থাকায় স্থানীয় মানুষই একত্র হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

অবশেষে বহু কষ্টে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ততক্ষণে ক্ষয়ক্ষতি অনেক হয়ে যায়। প্রায় এক/দেড় ঘন্টা পরে খাগড়াছড়ি সদর থেকে ফায়ার সার্ভিস পৌঁছে অগ্নি নিয়ন্ত্রণে আনে।

পুড়ে যাওয়া দোকানগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, চারদিকে ছড়িয়ে আছে ছাই, পোড়া কাঠ ও টিনের টুকরো।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা মাথায় হাত দিয়েছেন।

জানা গিয়েছে, আগুনে ২৩টি ব্যবসাপ্রতিষ্ঠা পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।

পুড়ে যাওয়া ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে মুদি মাল, কাপড়, প্রসাধনী, কুলিং কর্ণারসহ বিভিন্ন ধরনের দোকান ছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *