ঢাকা: হিন্দু ধর্মাবলম্বীদের মতে জন্মাষ্টমী ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রী কৃষ্ণের জন্মদিন। ভগবান শ্রী কৃষ্ণ একজন সাধারণ মানুষ হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন এবং দুষ্টদের বধ করে এই পৃথিবীকে পাপ থেকে মুক্ত করেছিলেন।
আবহমানকাল ধরে এই ধর্মীয় উৎসবটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে।
ভগবান শ্রী কৃষ্ণ অন্যায়, অনাচার ও দুঃশাসনকে দমন করে পৃথিবীতে ন্যায়, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করে সমাজে সদাচারী ও নিরপরাধ মানুষদের শান্তি, নিরাপত্তা ও স্বস্তি দান করেছিলেন।
বাংলাদেশে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। তবে সনাতনীদের উপর আঘাত করে, ঘরবাড়ি জ্বালিয়ে অন্তর্বর্তী সরকারের হিন্দুদের প্রতি সহানুভূতিমূলক কথাবার্তা প্রহসন ছাড়া কিছু না!
শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল আটটায় চণ্ডীপাঠ ও গীতাযজ্ঞের মধ্য দিয়ে দিনব্যাপী আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
বিকেল তিনটায় রাজধানীর পলাশীর মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল উদ্বোধন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান। সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত হবে বিশেষ শ্রীকৃষ্ণ পূজা।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।