ঢাকা: বাংলাদেশের স্বাস্থ্য খাত আজ সংকটে নিমজ্জিত। করোনা মহামারির ধাক্কা সামলাতে না সামলাতেই নতুন করে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার দেশজুড়ে জনস্বাস্থ্যকে বিপর্যস্ত করেছে।
কিন্তু সরকারের কোনো লক্ষ্য নেই এইদিকে। শুধু করোনা বা ডেঙ্গুই নয় এমন অচেনা ও নতুন রোগও ছড়িয়ে পড়ছে, যেগুলোর নাম সাধারণ মানুষ আগে কখনো শোনেনি।
অথচ কার্যকর চিকিৎসা ব্যবস্থা নেই, পর্যাপ্ত ডাক্তার নেই, মানসম্মত ওষুধ নেই।
সরকারি হাসপাতালে চিকিৎসা এখন ভাগ্যের উপর নির্ভরশীল, আর বেসরকারি হাসপাতালগুলো রীতিমতো কশাইখানায় পরিণত হয়েছে খরচের কারণে।
এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
তবে এই সময়ে মশাবাহিত রোগটিতে কারও প্রাণহানি হয়নি। এতে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২০২ জনেই স্থির রয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।