ঢাকা: আবারো বৃষ্টিতে ভাসতে পারে বাংলাদেশের তিন বিভাগ।
আগামী ২৪ ঘণ্টায় দেশের তিন বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির সাথে পাহাড়ি এলাকায় ভূমিধসেরও আশঙ্কাও রয়েছে।
সব মিলিয়ে প্রকৃতি, নষ্ট রাজনীতি, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে লড়তে জনগণ এখন ক্লান্ত।
বৃহস্পতিবার (৩১ জুলাই) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা ভারি বর্ষণের সতর্কবার্তায় বৃষ্টির তথ্য জানানো হয়েছে।
বলা হয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ভারি (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
কোথাও কোথাও পাহাড়ি এলাকায় ভূমিধস নামতে পারে।
অতি ভারি বর্ষণের জন্য চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে ।