ঢাকা: বাংলাদেশের বেশ কিছু এলাকায় ফের বৃষ্টির সম্ভাবনা। কয়েকদিন আগেই বৃষ্টিতে ভাঙলো বাঁধ। জনগণের কষ্ট বাড়ছে এই অন্তর্বর্তী সরকারের গাফিলতিতে।
আগামিকাল ৪ জুলাই দেশের বেশ কিছু এলাকায় আকস্মিকভাবে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দিনটিতে দেশের গড় বৃষ্টির পরিমাণ ৩ জুলাই থেকে বেশি থাকতে পারে। উপকূলীয় এলাকায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৪ জুলাই বঙ্গপোসাগর উত্তাল থাকতে পারে। এদিন সাগরে গড়ে ৪০ থেকে ৪৫ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বয়ে যেতে পারে।
আগামি প্রায় পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টির সম্ভাবনা থাকায় কর্মকর্তা কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
বৃহস্পতিবার বোর্ডের জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার পর্যন্ত দেশের উপকূলীয় এলাকায়, মঙ্গলবার পর্যন্ত রংপুর এবং সিলেট বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা আছে।
দেশের অন্যান্য অঞ্চলগুলোতে আগামি ৫ দিন মাঝারি বৃষ্টি হতে পারে।
সিলেট ও সুনামগঞ্জ বন্যা হওয়ার সম্ভাবনা বেশি। প্রতিবছর প্রায় সিলেট বন্যায় ভেসে যায়।
তবে সব প্রকৃতির উপর ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থাকলে হয় না।
নদীতে পলি জমা হওয়া, হাওর অঞ্চলে অপরিকল্পিত স্থাপনা, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা ইত্যাদি কারণে বন্যা হয়।
বন্যার ভয়াবহতা থেকে রক্ষা পাওয়ার জন্য কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি অন্তর্বর্তী সরকার।
বন্যার্ত মানুষের দুর্দশা ঘুরেফিরে প্রতি বছর আসে। সারা দেশ থেকে ত্রাণেরও বন্যা আসে। এভাবেই বছর বছর চলছে, চলতে থাকবে।