ঢাকা: ভারতের ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত নিম্নচাপ দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ হয়ে মধ্যপ্রদেশে অবস্থান করছে।
এদিন, রবিবার আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই।
এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্রবন্দরকে সংকেত নামিয়ে ফেলার কথা বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায়, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
সারা দেশে আগামি ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে। চার বিভাগে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।
খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।