ঢাকা: দুধ দিয়ে গোসল করেও শেষরক্ষা হলো না। গ্রেপ্তার হলেন তুমুল আলোচিত-সর্বজনস্বীকৃত টিকটকার হিরো আলম।
স্ত্রী রিয়ামনির দায়ের করা মামলায় আজ, শনিবার (১৫ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার করা হয়েছে হিরো আলম।
রাজধানীর হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে বুধবার (১২ নভেম্বর) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত। সেই প্রেক্ষিতেই আজ তাঁকে আটক করে পুলিশ।
স্ত্রী নির্যাতন করতেন আলম সাহেব। রাজধানীর হাতিরঝিল থানায় রিমামনি হত্যাচেষ্টা, মারধর এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে মামলা করেন।
এবং এই মামলায় হিরো আলমের সাথে আহসান হাবিব সেলিম নামের একজনকে আসামি করা হয়েছে। তাঁর বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আদালত অমান্য করছিলেন হিরো আলম। ঠিকমতো হাজিরা দিচ্ছিলেন না।
বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী বলেন, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তারা ঠিকমতো আদালতে হাজিরা দিচ্ছেন না। এজন্য আমরা তাদের জামিন বাতিল চেয়ে আবেদন করেছি।
শুনানি শেষে তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। আজ হিরো আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
