ঢাকা: এ যেন সিনেমা চলছে! কয়েক ঘন্টা থেকে আরাম করে জামিন পেয়ে গেলেন স্ত্রী নির্যাতনকারী কন্টেন্ট ক্রিয়েটার হিরো আলম।

রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা হত্যাচেষ্টা, মারধর, ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতার হওয়ার পর পরই জামিন পেয়ে গেলেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

২০০ টাকার মুচলেকা দিয়েই জামিন পেয়ে গেলেন হিরো সাহেব।

শনিবার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের আদালতে শুনানি শেষে তাঁকে ২০০ টাকার মুচলেকায় জামিন দেওয়া হয়।

দুপুরে হিরো আলমকে পুলিশ আদালতে হাজির করে এবং বিকেলে এজলাসে তোলা হলে তাঁর আইনজীবীরা জামিন আবেদন করেন।

বাদীপক্ষ জামিনের বিরোধিতা করলেও আদালত আবেদন মঞ্জুর করেন। এসময় মামলার বাদী রিয়া মনি আদালতে উপস্থিত ছিলেন।

১২ নভেম্বর হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরোয়ানার ভিত্তিতে শনিবার সকালে হিরো আলমকে গ্রেফতার করে হাতিরঝিল থানা পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *