যশোর: যশোরের মনিরামপুরে প্রকাশ্যে গুলি করে এক হিন্দু যুবককে হত্যা করা হলো এবার। হিন্দু ব্যক্তির আবার দাম কী? যেখানে পাও সেখানেই মারো, এই নীতিতে চলছে দেশ।
নির্মম ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ১৭ নম্বর ইউনিয়নের কপালিয়া বাজার এলাকায়।
নিহতের নাম রানা প্রতাপ (৪৫)। তিনি কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের বাসিন্দা, তুষারকান্তি বৈরাগীর ছেলে।
ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, সোমবার বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে অজ্ঞাতনামা ব্যক্তি/ ব্যক্তিরা রানা প্রতাপকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আর খুনী হয়তো হত্যা করে হেলেদুলে আবার খুঁজছে কাকে হত্যা করা যায়!
