সাতক্ষীরা: আবার হিন্দু হত্যার ঘটনা ঘটলো বাংলাদেশে! ইউনূসের বাংলাদেশে কেবল বড় বড় কথা আছে, কাজের বেলায় সব শূন্য।
আর অবৈধ এই সরকারের পুলিশ তো শুধু লাশ উদ্ধার করতে যায়। মানুষ বাঁচাতে নয়। বরং উল্টো মবের হাতে ছেড়ে দিয়ে সরে আসে। এক দুই ঘণ্টা পর লাশ উদ্ধার করে নিয়ে আসে। এই হচ্ছে কাজ।
সাতক্ষীরায় আশাশুনি উপজেলায় পূজা উদযাপন পরিষদের সাবেক এক নেতার লাশ উদ্ধার করা হয়েছে।
উপজেলার কুন্দড়িয়া চুমুরিয়া এলাকা থেকে বুধবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ।
মৃত বিজন কুমার দে একই উপজেলার পাইথালী গ্রামের ভঞ্জন দে’র ছেলে এবং মাছের পোনা ব্যবসায়ী ছিলেন।
তিনি আশাশুনির বুধহাটা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক। এবং সবশেষ পাইথালী সর্বজনীন দুর্গা মন্দিরের সভাপতির দায়িত্বে ছিলেন।
বিজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় যে তিনি ঘর থেকে বেড়িয়েছেন আর ফেরেননি। সকালে তাঁর লাশ উদ্ধার হয়।
তবে ময়নাতদন্তে কী সঠিক খবর বেরিয়ে আসবে? নিশ্চয়ই নয়। এমন লাখ লাখ ময়নাতদন্ত হয়েছে, কিন্তু অপরাধীর পরিচয় জানানো হয়নি। মুসলিম হিন্দুকে হত্যা করছে এই খবর জানানো হয়না।
ময়নাতদন্ত কেবল দেখানো। না করলেও যা, করলেও তাই।