ঢাকা: একটা দেশ মোটামুটি যে কয়টা স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে, স্তম্ভ বলতে কাঠামোও বলা যায়- অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সব স্তম্ভকে একেবারে ছিন্নভিন্ন করে দিয়েছেন ইউনূস। ৫ আগস্টের পর আর কোনোকিছু আস্ত নেই।

শ্রমবাজারে নজিরবিহীন সংকট চলছে। বিশেষ করে ইউনূস গদিতে বসার পর নারীদের অবস্থা খারাপ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন নারীরা‌।

লক্ষ লক্ষ নারী তাঁদের কর্ম হারিয়েছেন। আরেকদিকে বাড়ছে গার্হস্থ্য হিংসা।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসেই (জুলাই-ডিসেম্বর) দেশজুড়ে প্রায় ১৮ লাখ নারী তাদের কর্মসংস্থান হারিয়েছেন। এই সময়ে মোট চাকরিচ্যুত হয়েছেন ২১ লাখ মানুষ, যার ৮৫ শতাংশেরও বেশি নারী।

এই ভয়াবহ চিত্র উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং ইউএন উইমেনের যৌথভাবে প্রকাশিত ‘জেন্ডারভিত্তিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের অর্থনীতির অবস্থা’ শীর্ষক এক প্রতিবেদনে।

এগুলো কী খুব ভালো হচ্ছে? কী মনে করছেন ইউনূস?

সামাজিক অবক্ষয় শুরু হয়ে গেছে বাংলাদেশে। আয় থাকলে নারীরা নিজের মতো স্বাধীনভাবে চলতে পারে, এখন আয় নেই, নারী স্বাধীনতার কথা তো বহুদূর।

শ্রমিক অধিকার সংগঠনগুলোর মতে, গত এক বছরে শুধু পোশাক খাত থেকেই প্রায় এক লাখ নারী শ্রমিক চাকরি হারিয়েছেন, যাদের একটি বড় অংশ নতুন কোনো কাজ জোগাড় করতে পারেনি। ভীষণ বিপদে আছে নারীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *