কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ ফের উত্তপ্ত । পাহাড়ে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাত ও অপহরণকারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।

ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদক এবং জিম্মি একজনকে উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর।

লে. কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর ঘটনা সম্পর্কে বলেন, শনিবার মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরাসংলগ্ন পাহাড়ি এলাকায় একদল দুর্বৃত্ত বৃহৎ পরিমাণ অস্ত্রসহ অবস্থানের খবর পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

খবর পেয়ে কোস্ট গার্ড এবং পুলিশের একটি যৌথ দল অভিযান চালায়।

তারপরেই গোলাগুলি শুরু হয় দুই পক্ষের। একপর্যায়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে একটি জি-৩ রাইফেল, দুটি বিদেশি পিস্তল, তিনটি দেশে তৈরি বন্দুক, ৩ হাজার ১০০টি রাইফেলের গুলি, ১৪টি পিস্তলের গুলি, ১ কেজি ক্রিস্টাল মেথ আইস, ৪ লিটার দেশি মদ ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *