ফেনী: বন্যায় সাপের উৎপাত বাড়বে এটাই স্বাভাবিক। ফেনীতেও সাপের উৎপাত বেড়েছে।

ফেনীর বন্যা এবার ভাসিয়ে নিয়ে গেছে।ভবিষ্যতে বন্যা মোকাবিলা করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

ঝুঁকিপূর্ণ বাধ গুলো সংস্কার করা হয়নি।নতুন বাঁধ নির্মাণ হয়নি। অবৈধভাবে দখলকৃত নদী খাল উদ্ধার করা হয়নি।দ্রুত বৃষ্টির পানি নেমে যার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

কী হয়েছে ইউনূসের আমলে? কোনো সংস্কার? নাহ, কিচ্ছু হয়নি।

এবার বন্যার পানি কমার পর রানাঘরে সাপের কামড়ে মারা গেলেন এক গৃহবধূ।

ফেনীর পরশুরামে ঘর থেকে বন্যার পানি নামার পর বাড়ি ফিরে রান্নাঘরে ঢুকে যায় সাপ। সাপের কামড়ে গৃহবধূ মারা গিয়েছেন।

শুক্রবার রাতে পরশুরাম পৌরসভার সলিয়া গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফেনীর সিভিল সার্জন মোহাম্মাদ রুবাইয়াত বিন করিম।

নিহতের নাম রোকেয়া আক্তার রিনা (৪৮)।

বন্যায় তারা ঘর থেকে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিলেন। বন্যার পানি কমায় শুক্রবার বিকালে তারা বাড়িতে ফেরেন।

সন্ধ্যায় রিনা রান্নাঘরে প্রবেশ করলে ওই ঘরে লুকিয়ে থাকা একটি সাপ রিনার পায়ে কামড় দেয়। রিনার চিৎকারে তাঁকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

কিন্তু সেখানে হয়তো চিকিৎসা পাওয়া যায়নি। সাপে কামড়ের প্রতিষেধক অ্যান্টিভেনম ইনজেকশন না নিয়ে স্বামী শফিকুল রোগীকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

তবে জানানো হয়েছে, হাসপাতালে আনার আগেই ঐ মহিলার মৃত্যু হয়েছে।

বন্যা প্রতিরোধে কোনো ব্যবস্থা তো নেই অন্তর্বর্তী সরকারের, এমনকি ওষুধ পত্রেরও কোনো ব্যবস্থা নেই! এইভাবেই জনগণ মরছে বিনা‌চিকিৎসায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *