ঢাকা: ‘আমার ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এতোটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ।’

এদের নাটক দেখে মরমে মরে যেতে ইচ্ছে হয়।

গুপ্ত সংগঠন জাশি (জামাত-শিবির) কিভাবে ভয়াবহ প্রোপাগান্ডা ছড়ায়, সেটা কল্পনার বাইরে। এদের সবচেয়ে বড় অস্ত্র হলো গুপ্ত আক্রমণ-সামনে এসে প্রকাশ্যে মুখোমুখি হতে এরা ভয় পায়, কিন্তু আড়াল থেকে অপপ্রচার চালাতে এদের জুড়ি নেই।

মিথ্যার ফুলঝুড়ি এদের। সহানুভূতি আদায় করা এদের কৌশল। এখন গর্ত থেকে বের হয়ে আসছে এরা।

এরা আড়াল থেকে মিথ্যা, ভয় আর ধর্মীয় গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে।

‘…. বেঁচে থাকতে চাই…’ এই কথাটি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আবদুল কাদের।

ফেসবুকে এক পোস্টে এই কথা জানান তিনি।

কাদের উক্ত পোস্টে লিখেন, ‘সেই রাজাকার নিয়ে কথা বলার পর থেকেই যে শুরু হইছে, প্রতিনিয়ত সেটা আরো বাড়তেছে। তারপর থেকেই আমি ঘুমাতে পারি না, মাঝরাতে জেগে যাই; শরীর কাঁপতে থাকে।

একটা মানুষকে নিয়ে আর কত করবেন? মানুষের কতটুকুও বা ধৈর্য ক্ষমতা থাকে, আমি আর কতদিন নিতে পারবো জানি না।’

তিনি আরও লিখেন, ‘কেবল অনলাইনে এই হেনস্তাটা আমার পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও মানা যাইতো, বাড়িতে গিয়ে আমার আম্মাকে পর্যন্ত কথা শুনাচ্ছেন! ১০ দিন আগের বক্তব্য কাট করে প্রপাগাণ্ডা না ছড়ালেও পারতেন। পুরা বক্তব্য তুলে ধরলে বক্তব্যের সারমর্ম বুঝতে পারতো মানুষ।’

সবশেষে কাদের লিখেছেন, ‘কেবল তো শুরু, আরো ৫ দিন বাকি। ততোদিনে কি যে ঘটবে, সেটা ভাবতে গেলে আরো বেশি ট্রমাটাইজড হয়ে যাই।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *