ঢাকা: সঙ্গীতশিল্পী আঁখি আলমগীরকে কে না চেনে? কাজের মাধ্যমে তিনি পরিচিত। শিল্পী মানুষ বরাবরই আবেগ প্রবণ হন। আর তাছাড়াও চারপাশে যেমন ভণ্ডামি হচ্ছে সে নিয়েও তিনি কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
আঁখি আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ একটি স্ট্যাটাস দিয়েছেন। যার অর্থ বহু দূর। আশপাশের মানুষের ভণ্ডামি, নাটকীয়তা ও মিথ্যা আচরণে ক্ষোভ ঝেড়েছেন তিনি।
জানিয়েছেন-এখন তিনি চান নীরব, স্বাধীন ও শান্তিপূর্ণ জীবন।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া স্ট্যাটাসে শিল্পী আঁখি লিখেছেন, ‘আমি খুব রাগ এবং বিরক্ত। রাগ-কারণ, আশপাশের কিছু মানুষের নাটক আর অভিনয় দেখে ক্লান্ত। কী সুন্দর সবাইকে বোকা ভেবে, অতিরিক্ত আত্মবিশ্বাসে অন্ধ হয়ে তারা কত গল্প ফাঁদে, নাটক করে, অভিনয় করে… মুক্তি চাই ভণ্ডামি থেকে। মুক্তি চাই এই স্মেল থেকে। একটা নীরব, স্বাধীন, শান্তিপূর্ণ জীবন চাই এখন।’
বয়সের সাথে সাথে সব অনুভব করতে শিখেছেন, সে কথাও তিনি স্বীকার করেন।
শিল্পী লিখেছেন,‘বিরক্ত নিজের ওপর। এত কিছু তো না বুঝলেও হতো। আগে তো শুনে, দেখে সব বুঝে যেতাম। বয়স আর অভিজ্ঞতার কারণে ইদানীং রাগ, হিংসা বা মিথ্যা-এগুলো স্মেল করতে পারি, অনুভব করতে পারি।’
স্ট্যাটাসের শেষে আঁখি লেখেন,‘বিশ্বাস করো, তোমার কল্পনার চেয়েও বেশি পাওয়ার যোগ্য আমি।’
