ঢাকা: বাংলাদেশে জুলাই মাস বা এই ঘটনায় শিল্পী সায়ানের ভূমিকা কী ছিলো, তা সকলেই জানেন! জুলাই আন্দোলনে সায়ানের উপস্থিতি আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়।

জুলাই ষড়যন্ত্রে অংশ নেওয়া লালবদর বাহিনীর সদস্য সংগীত শিল্পী “সায়ান”।

অথচ সেই সায়ান আজ আচমকা ঘুরে দাঁড়ালেন ? বিষয় আসলে কী?

যুদ্ধাপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পেয়েছেন। এই রায়কে স্বাগত জানানোয় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বর্জনের ঘোষণা করলেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। অথচ লালবদরের ভূমিকা কী তা বাংলাদেশ জানে।

বুধবার এক ফেইসবুক পোস্টে তিনি বলেছেন, “দিনের শেষে ভোটেই তো দাঁড়াতে হবে আপনাদের। জামায়াতকে বুকের সাথে আগলে রেখে, রাজাকারের ‘বেকসুর খালাসকে’ সেলিব্রেট করে আপনারা আমাদের ভোট চান?”

জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিলেন সায়ান। আন্দোলন নিয়ে গান করে মানুষকে উত্তেজিত করেছেন। কিন্তু হঠাৎ করে সায়ানের এমন বক্তব্যে সন্দেহ সৃষ্টি হচ্ছে ।

তিনি লিখেছেন, “এই দেশের একজন মানুষ হিসেবে এটাই আমার আপাতত: রাজনীতি, যে এরপর এই নতুন দলটিকে আনুষ্ঠানিকভাবে আজকে থেকে বর্জন করলাম। এইটুকু করার কথা ভেবেই নিজের অশান্ত মনকে আমি খানিকটা শান্তি দিতে পারছি।

“আগামী নির্বাচনে আমি এনসিপি, জামায়াত- এই সমমনা দলগুলোকে ভোট নিজে তো দেবই না, বরং মানুষকে অনুরোধ করব, যেন তারা এই দলগুলো থেকে দূরে থাকেন। একজন একক ব্যক্তি হিসাবে এটাই আমার সাধ্য। আই উইল নেভার সাপোর্ট এনসিপি।”

সায়ানের লাল স্বাধীনতা হঠাৎ করে বিষাদের নীল রং ধারণ করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *