ঢাকা: ২০২৪-২৫ হিসাব বছরে বিশাল ধরনের লোকসানে পড়ে গিয়েছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পিএলসি পরিচালিত বাংলাদেশ ফান্ড।
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ করে বড় ধরনের সমস্যায় পড়ে গেলো।
প্রতিষ্ঠানটির সর্বশেষ বিনিয়োগ বিবরণী বলছে, বছর শেষে এ ফান্ডের লোকসান দাঁড়িয়েছে প্রায় ৮৫৩ কোটি টাকায়। মোটামুটি ৮৫৩ কোটি টাকা লোকসান হয়েছে।
তালিকাভুক্ত কোম্পানি, বন্ড ও অন্যান্য সিকিউরিটিজে ক্রয়মূল্যে বাংলাদেশ ফান্ডের মোট বিনিয়োগের পরিমাণ ছিল ২ হাজার ২০৮ কোটি ৬০ লাখ ৯০ হাজার টাকা।
২০২৫ সালের ৩০ জুন শেষে এই বিনিয়োগের বাজারমূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৬ কোটি ১০ হাজার টাকায়।
ফলে ফান্ডটির লোকসান হয়ে গেছে ৮৫২ কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা।
আর দেখা গেছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে।