ঢাকা: খেলা সামনে। আইসিসি চাইছে না বাংলাদেশের বিষয়টা ঝুলিয়ে রাখতে।
টি–২০ বিশ্বকাপ ঘিরে তৈরি হওয়া ভেন্যু–জট দ্রুত সমাধান করতে চাইছে আইসিসি।
তবে বাংলাদেশের ম্যাচ সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার সম্ভাবনা কার্যত নেই। বরং আইসিসির ভাবনায় দেশের দুটি বিকল্প শহর আছে—চেন্নাই ও তিরুবনন্তপুরম।
শ্রীলঙ্কায় সরানোর সম্ভাবনা নেই।
উল্লেখযোগ্য যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছিল, টি–২০ বিশ্বকাপের ম্যাচগুলি ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়া হোক। কারণ হিসেবে দেখানো হয়েছিলো ‘নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ’।
এর পেছনে ঘি ঢেলেছেন আসিফ নজরুল।
তবে আইসিসি সূত্রে খবর, বাংলাদেশের আবেদন মঞ্জুর হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। শ্রীলঙ্কার বদলে চেন্নাই ও তিরুবনন্তপুরমকে বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তাব দেওয়ার দিকে বেশি জোর দিচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।
