ঢাকা: আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছেই এই বঙ্গে।

এবার ১৯ জুন শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া আদালত অবমাননার মামলায় পূর্ণাঙ্গ শুনানি হবে।

আজ মঙ্গলবার, ৩ জুন শুনানি শেষে এই আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনাল প্রসিকিউশন এই বিষয়ে বলছে, পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার পরও হাজির হয়ে বা আইনজীবীর মাধ্যমে কোনো ব্যাখ্যা দেননি শেখ হাসিনা।

এদিকে, অসাংবিধানিক মুহাম্মদ ইউনূস কর্তৃক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলায় ভুয়া বিচার কার্যক্রম এবং আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে মিছিল হয়।

এবং পাশাপাশি মুহাম্মদ ইউনুসের অপসারণের দাবিতে ঢাকা কুড়িল বিশ্বরোডে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কর্মীদের বিক্ষোভ মিছিল হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *