গাজীপুর: এইবার গাজীপুরে প্রতিমা ভাঙচুর। তবে প্রতিমা নাকি বাতাসে ভেঙেছে! পুলিশের নতুন আবিষ্কার। এখন থেকে সব অপরাধের দায় যাবে প্রাকৃতিক দুর্যোগের ঘাড়ে।
তাহলে তো এখন যা দেখা যাচ্ছে মৌলবাদীর সাথে সাথে বাতাসও হিন্দু বিরোধী হয়ে গেছে, পুলিশের কথায় তো এটাই বোঝা যায়।
পূর্বে প্রতিমা ভেঙে ধরা না পড়লে হয় অজ্ঞাত দুষ্কৃতকারী, ধরা পড়লে হয় পাগল এমনটাই বলে চালিয়ে দেয়া হতো। এখন শুরু হয়েছে নতুন বয়ান- প্রতিমা ভাঙে বাতাস!
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন নামা বাজার তুরাগ নদীর পারে স্থাপিত একটি মন্ডপে নতুন নির্মাণাধীন প্রতিমা ভাঙচুর হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মন্ডপের কয়েকটি প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পান পূজা কমিটির সদস্যরা।
অগ্রগামী যুব সংঘ সার্বজনীন দুর্গাপূজা মন্ডপের সভাপতি প্রবীর দত্ত বাপ্পা জানান, বুধবার বিকাল ৪ থেকে ৬টার মধ্যে কোন এক সময় অজ্ঞাত দুষ্কৃতকারীরা প্রতিমা ভাঙচুর করেছে।
তিনি বলেন, আমরা এখনো প্রতিমায় রং করিনি। প্রতিমাগুলো কাঁচা রয়েছে। একারণে বৃষ্টির সময় ত্রিপাল দিয়ে ঢেকে রাখা হয়। সন্ধ্যার পর বৃষ্টিতে কোন ক্ষতি হলো কিনা দেখার সময় ত্রিপল সরালে দেখা যায়, প্রতিমাদের মধ্যে গণেশের সুর, কার্তিকের গলা, ঘোড়ার কান ভাঙা ও বেশ কয়েকটি প্রতিমা ভেঙে ফেলা হয়েছে।
খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এই জামাতি পুলিশদের কথায় সনাতনীরা আকাশ থেকে পড়ে।
এ বিষয়ে কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার আবু নাসের মো. আল আমিন বলেন, কাল সারা দিন বৃষ্টি ও বাতাস ছিল, বাতাসেই প্রতিমা ভেঙে গেছে, এর বাইরে কিছু নয়।
কী সুন্দর কথা!