ঢাকা: যে কোনো উপায়ে এখন নির্বাচন চায় বিএনপি। তার জন্য যাই করা লাগুক, সমস্যা নাই।

হ্যাঁ তে হ্যাঁ, না তে না মিলিয়ে যাচ্ছে সেই কারণে।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, ফেব্রুয়ারীতে নির্বাচন না দিলে অন্তর্বর্তীকালীন সরকারেরও দেশ ছেড়ে পালাতে হবে।

মঙ্গলবার (০৫ আগস্ট) দুপুরে পাবনার ঈশ্বরদীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত বিজয় মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের আগে ড. ইউনূসের সারা বিশ্বে গ্রহণযোগ্যতা ছিল।

কিন্তু দায়িত্ব গ্রহণের পর বহির্বিশ্বের কোন দেশ অর্থনৈতিক ও বাণিজ্যিক ভাবে এ সরকারকে সহযোগিতার হাত বাড়ায়নি।

অন্তবর্তীকালীন সরকারকে কেউ বিশ্বাস করে না, কারণ এরা কখন থাকবে কখন যাবে কেউ জানে না।

হাবিব আরও বলেন, আজ নতুন নতুন দল বিএনপির বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে কুৎসা রটনা করেই চলেছে। আমরা অনেক সহ্য করেছি। আর কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না।

কারো কথায় নির্বাচন নিয়ে টালবাহানা না করতে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

আজকেই নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানিয়ে এই বিএনপি নেতা বলেন, নির্বাচন যতই বিলম্বিত হচ্ছে, ততই অপশক্তি আবার একত্রিত হচ্ছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে নোয়াখালীর সেনবাগে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে উপজেলা বিএনপির আয়োজিত আনন্দ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন তিনি।

বিএনপি, জামাত, এনসিপি, ইউনূস এরা সবেতেই আওয়ামী লীগ, শেখ হাসিনার ভূত দেখে।

অথচ শেখ হাসিনার আমলে বিএনপি কোনো সুবিধা থেকেই বঞ্চিত হয়নি।

শেখ হাসিনার সরলতাকে দুর্বলতা ভেবে ২০০১ সালে ক্ষমতায় এসেই ২০০৪ সালে গ্রেনেড মেরে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান। এদের হত্যা ষড়যন্ত্র এখানেই শুরু বা শেষ নয়।

১৯৯১ সালের ১১ ই সেপ্টেম্বর শেখ হাসিনা গুলি করে হত্যা করতে চায় খালেদা জিয়ার বিএনপির সন্ত্রাসীরা।

১৯৯৪ সালে শেখ হাসিনাকে বহনকারী রেলগাড়িতে এলোপাথাড়িভাবে শেখ হাসিনাকে হত্যার জন্য গুলি ছুঁড়তে থাকে বিএনপি কর্মীরা।

বারবার শেখ হাসিনার উপর হামলা, অথচ এদের মুখেই আজ শোনা যায় গণতন্ত্রের কথা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *