ঢাকা: কথায় আছে না ভূতের মুখে রাম নাম! তেমন হয়েছে জামায়াতের অবস্থা। যে দল বাংলাদেশ চায়নি, তারাই এখন ইনসাফের কথা বলে!

মুক্তিযুদ্ধে বাঙালি জাতির সাথে জামায়াতের প্রতারণা এদেশের মানুষ এখনো ভুলেনি। জামায়াত আপ্রাণ চেষ্টা করছে যেন এদেশের মানুষ মুক্তিযুদ্ধকে ভুলে যায়।

এ কারণেই আওয়ামী লীগ সরকার পতনের পর মুক্তিযুদ্ধ বিরোধী ভুয়া ন্যারেটিভগুলো প্রতিষ্ঠার পাশাপাশি, এখন জুলাই জঙ্গীদেরও কথিত ‘দ্বিতীয় স্বাধীনতা’র যোদ্ধা পরিচয়ে একাত্তরের মুক্তিযোদ্ধাদের সমতুল্য হিসেবে মানুষের চোখে তুলে ধরা জামায়াতের নতুন একটি ষড়যন্ত্রমূলক মিশন।

আগামী জাতীয় নির্বাচনকে ন্যায়, ইনসাফ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এক মহাযজ্ঞ আখ্যা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ‘দাঁড়িপাল্লা জিতলে আপনি জিতবেন, বাংলাদেশ জিতবে।’

শুক্রবার (৭ নভেম্বর) কক্সবাজার পাবলিক হলে অনুষ্ঠিত কক্সবাজার-৩ (সদর–রামু–ঈদগাঁও) আসনের ঈদগাঁও ও রামু উপজেলার কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

মুহাম্মদ শাহজাহান আরও বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনের আগে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে অবশ্যই গণভোট আয়োজন করতে হবে। জনগণই ঠিক করবে তারা কেমন সরকার ও রাষ্ট্রব্যবস্থা চায়। গণভোট ছাড়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।’

তিনি আরো বলেন, ‘দাঁড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়—এটি ন্যায়বিচার, উন্নয়ন ও স্থিতিশীলতার প্রতীক। এই প্রতীকের জয়ে দেশের মানুষ জিতবে, ভবিষ্যৎ প্রজন্ম জিতবে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *