ঢাকা: বড় ম্যাচে ছোট টার্গেটেও ধরাশায়ী বাংলাদেশ ক্রিকেট টিম। ভারতের বিপক্ষে এর আগে হার। তারপর পাকিস্তান।
যে কোনও টুর্নামেন্টের আগে অকারণেই বাংলাদেশের হম্বিতম্বি থাকে! খেলায় ফোকাস কম, খেলার বাইরের বাকবিতণ্ডায় যেন বেশি আগ্রহ তাদের!
বাংলাদেশের সম্মানটা তারা নিজেরাই হারিয়ে ফেলেন। মাঠে তো খেলেন ১১জন বাংলাদেশি, মাঠের বাইরে লড়াইয়ে নেমে পড়েন কয়েক কোটি!
আর বাংলাদেশ পাকিস্তান ম্যাচ ঘিরে অনেকেই বলছিলেন, যে দেশ জিতুক তারাই আমাদের ভাই। ভাবা যায়?
আপাতত এশিয়া কাপে টাইগারদের গর্জনের সুযোগ থাকল না। এশিয়া কাপ থেকে ছুটি হয়ে গেলো বাংলাদেশের।
ভারতের বিপক্ষে হার। গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ হারল।
বাঁচা-মরার ম্যাচে টস জিতে ফিল্ডিং নেন বাংলাদেশের অধিনায়ক জাকের আলি অনিক। এদিকে পাঁজরের চোটের কারণে একাদশে ছিলেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস।
আর তানজিদ হাসান তামিম, মহাম্মদ সাইফউদ্দিন ও নাসুমকে বাদ দিয়ে নুরুল হাসান সোহান, শেখ মেহেদী ও তাসকিন আহমেদকে সুযোগ দেওয়া হয়। তবে উতড়াতে পারেনি কেউ। দলের সবাই ফ্লপ।
এর আগে ভারতের কাছে ৪১ রানের পরাজয় দেখে বাংলাদেশ। এরা শিক্ষা নেয় না। তারপর গতকাল তিনটি ক্যাচ মিস।
৪৯ রানে ৫ উইকেট তুলে পাকিস্তানের ব্যাটিং ধসিয়ে দেন রিশাদ হোসেন-তাসকিন আহমেদরা। তবে শেষ পর্যন্ত পাকিস্তান করে ১৩৫।