ঢাকা: দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছিলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্ভবত এমন কোনো আলোচনা হয়েছে যাতে করে বাংলাদেশ ভারতের কাছে নতিস্বীকার করতে বাধ্য হয়েছে।
বিশেষত ভারত জঙ্গীবাদ প্রশ্রয় দেয় না এবং লং মার্চ টু ইণ্ডিয়ান হাইকমিশন’ ঘোষণার পরেই এই জরুরি তলব হয়।
নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিলো ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্র।
তবে ফের এর কার্যক্রম আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) স্বাভাবিক নিয়মে চালু করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকায় জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা ‘জুলাই ঐক্য’-এর ব্যানারে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করা হয়।
ওই কর্মসূচির প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দুপুর ২টা থেকে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।
এবং ভারত গভীর উদ্বেগ প্রকাশ করে এই বিষয় নিয়ে একইসাথে সেভেন সিস্টার্স নিয়ে যে জঙ্গী মূলক বার্তা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ তা ভারত পর্যবেক্ষণ করে।
