ঢাকা: জল্পনাই সত্যি হল। ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সিরিজ পিছিয়েছে।
চলতি বছর ১৭ আগস্ট থেকে সিরিজ শুরু হওয়ার কথা ছিল। তবে আপাতত আগামী বছর সেপ্টেম্বর মাসের আগে এই সিরিজ হবে না।
শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে ভারত বাংলাদেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। বাংলাদেশে ভারত বিদ্বেষ ঘন হচ্ছে মুহাম্মদ ইউনূসের শাসনামলে। এবং ইউনূস নিজেও ভারতবিরোধী।
ভারতীয় দলকে এখন বাংলাদেশে যেতে নিষেধ করেছে কেন্দ্রীয় সরকার। বাংলাদেশের অস্থির রাজনৈতিক, সামাজিক অবস্থায় এখন দেশে নিজেদের ক্রিকেট দলকে পাঠাতে চায় না ভারত। কেন্দ্র থেকে সেই নির্দেশ দেওয়া হয়েছে।
তবে সিরিজ আপাতত স্থগিত রাখা হয়েছে। ভারত ও বাংলাদেশের ক্রিকেট বোর্ড আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বলেছে, “দুই দলের আগামী সিরিজ়গুলোর কথা মাথায় রেখে দুই বোর্ডের আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে এই সিরিজ় আয়োজন করতে চায় তারা। তার আগে সিরিজ়ের নতুন সূচি ঘোষণা করে দেওয়া হবে।”