ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে ‘কালিমা লেপন’ করেছে দুর্বৃত্তরা। জানা গেলো শিবিরের নেতা-কর্মীদের কাজ এগুলো।

জানা গেছে, দুই দিন আগে হয়ে যাওয়া একটি অনুষ্ঠান ঘিরে চিনাইরে বিরোধ চলছিল।

এ নিয়ে সেখানে উত্তেজনা চলছিল স্থানীয় শিবির ও ছাত্রদলের মধ্যে। এরমধ্যেই মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভে ‘কালিমা লেপন’ করা হয়েছে।

উল্লেখ্য যে, মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ সম্প্রতি বিএনপির রাজনীতিতে যোগদান করেছে।

সোমবার রাত থেকে ভোর নাগাদ কোনো একসময় এ ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা।

চিনাইর আঞ্জুমান আরা স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি শহীদ মীর মুগ্ধ স্মৃতিস্তম্ভ রয়েছে।

৫ আগস্টের পর শেখ মুজিবুর রহমানের ছবি ক্ষতিগ্রস্ত হলে ওই স্তম্ভে মীর মুগ্ধের ছবি বসানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *