দিনাজপুর: নির্মাণের চারদিনেই উঠে যাচ্ছে কার্পেটিং! দুর্নীতির শেষ নেই এই দেশটায়।
সড়কে কাজ শেষ হওয়ার আগেই উঠে যাচ্ছে কার্পেটিং। স্থানীয়দের অভিযোগ সড়ক পাকাকরণ কাজে ব্যাপক অনিয়ম করা হয়েছে।
গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় দিনাজপুরের হাকিমপুরে দুই কিলোমিটার সড়ক নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
সড়ক নির্মাণ করছে এই কথাটাই বড়, কাজের কাজ কিছুই না।
উপজেলার বাশমুড়িহাট থেকে রিকাবী ও চকচকা হয়ে পালশা পর্যন্ত সড়ক নির্মাণে ব্যয় ২ কোটি ৮ লাখ ১৪ হাজার টাকা। কাজের বেলায় লবডঙ্কা।
নির্মাণের চারদিনেই কার্পেটিং উঠে বিচ্ছিরি ব্যাপার।
ক্ষোভে সড়কের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছেন গ্রামবাসী।
তবে শিডিউল অনুযায়ী সড়কের কাজ নাকি চলছে, এমনটাই দাবি করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার সুরুজ আলী।