ঢাকা: কী এক অবস্থা দেশে! ব্যাংকের ভেরিফাইড ফেসবুক পেইজ হ্যাক হয়ে যায় জনগণের অর্থ, আমানত কীভাবে নিরাপত্তায় থাকবে?
চলমান দেশের সমস্যায় অপ্রীতিকর একটা ঘটনা ঘটলো! এমনও হতে পারে দুদিন পর পুরো সিস্টেম হ্যাক করে সব টাকা পয়সা হাতিয়ে গ্রাহকদের পথে বসিয়ে দেয়া হতেও পারতো!
হ্যাক হওয়ার ১২ ঘণ্টা পর নিজেদের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
এই নিয়ে গ্রাহকরা স্বাভাবিকভাবেই ভীষণ চিন্তায় দিন কাটিয়েছেন।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে পেজটি উদ্ধার সম্ভব হয়েছে বলে জানিয়েছে ব্যাংকের জনসংযোগ বিভাগ।
ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম বলেছেন, ‘আজ ভোরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অফিশিয়াল ফেসবুক পেজটি হ্যাক হয়েছিল। দিনভর আমরা ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখি।
অবশেষে বিকাল ৪টার দিকে আমরা নিয়ন্ত্রণ ফিরে পাই। বর্তমানে পেজটি স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছে।’
প্রসঙ্গত, শুক্রবার ভোরে ইসলামী ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড হয়।
হ্যাকার গ্রুপ ‘এমএস ৪৭০ এক্স’ পেজটির প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে নিজেদের লোগো যুক্ত করে দেয়। এবং একটি পোস্টে দাবি করে যে, ব্যাংকের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে তারা এই পদক্ষেপ নিয়েছে।
ওই পোস্টে চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালেরও দাবি জানানো হয়। যদিও কিছু সময় পরেই আবার পোস্টটি মুছে ফেলা হয়।
উল্লেখযোগ্য যে, ব্যাংকের অভ্যন্তরীণ সূত্রগুলো জানায়, সম্প্রতি ইসলামী ব্যাংক ছাঁটাই শুরু করেছে। চার শতাধিক কর্মকর্তা সরাসরি বরখাস্ত হয়েছেন।
আবার অনেক কর্মকর্তা স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন।
তবে এখন তথ্যপ্রযুক্তির উপর প্রশ্ন উঠছে। হ্যাক ঘটনাকে কেন্দ্র করে ব্যাংকের তথ্যপ্রযুক্তি নিরাপত্তা ব্যবস্থাপনার ওপর নতুন করে প্রশ্ন উঠেছে।