মেহেরপুর: এইটা লাল বদরের বাংলাদেশ। যেখানে পাকিস্তানের শিল্পীদের কনসার্ট কোটি টাকা খরচ করে হবে। আর দেশের স্বনামধন্য শিল্পীদের অপমান হবে।
পাকিস্তানি সংগীতশিল্পী আলি আজমতের খেদমত করার জন্যে বাংলাদেশ তৈরি, অথচ নিজের দেশের শিল্পীর কোনো কদর নেই! কী লজ্জাজনক একটা অবস্থা হয়েছে দেশের।
ঢাকায় আসছেন আলি আজমত। কনসার্টটি অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর। ‘আলি আজমত লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্টটির আয়োজন করেছে অ্যাসেন।
পাকিস্তানি তো, জামায়াত রগ কাটা শিবির এখন নিশ্চুপ, পাকিস্তান তো তাদের ভাই। রক্তের সম্পর্ক।
অথচ জেমসের কনসার্টের বিরুদ্ধে জামায়াত, গান-বাজনার বদলে চায় ওয়াজ মাহফিল!
প্রশাসনের অনুমতি না পাওয়ায় মেহেরপুরের ‘সূর্য ক্লাব’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত জেমসের কনসার্ট স্থগিত করা হয়েছে।
সোনার বাংলা আজ কোথায়?
বিষয়টি ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ। সেই সঙ্গে জানায়, ২৫ সেপ্টেম্বর থেকে কনসার্টের কার্যক্রম বন্ধ রয়েছে।
কনসার্টের আয়োজক ‘সূর্য ক্লাব’-এর সভাপতি নাহিদ মাহবুব সানী এবং সাধারণ সম্পাদক নাসিম রানা বাঁধন জানান রাজনৈতিক চাপে জেমসের কনসার্টের অনুমতি দেয়নি প্রশাসন।
তাদের দাবি, মেহেরপুর জেলা বিএনপির একটি অংশ, মেহেরপুর এনসিপি ও জামায়াতে ইসলামীর আপত্তি থাকায় জেমসের কনসার্ট সম্মতি দিচ্ছে না প্রশাসন।
দেশের প্রখ্যাত ব্যান্ড তারকা জেমস। তাকে নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। চার দশকের সংগীতজীবনে বাংলা ও হিন্দি সিনেমায় অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।
ভক্তরা তাকে ভালোবেসে গুরু বলে ডাকে। দেশ এবং বিদেশেও কনসার্ট মাতাতে দেখা যায় এই রকস্টারকে। অথচ আজ দেশেই অবহেলিত তিনি।