মিরপুর: মিরপুরের আগুনে নিহতদের ১ লাখ টাকা করে সহায়তার ঘোষণা করেছে রাজাকার জামাত।
জামাতের তো ফর্মূলাই এটা। জামাত টাকা দিয়ে মানুষ কিনে কিন্তু সবাই আবার টাকা নিয়েও বিক্রি হয় না, এটাও সত্য।
সময় সুযোগ বুঝে, দুর্যোগগুলোতে কিংবা মানুষের অসহায়ত্বে পাশে দাঁড়ানোর বিরাট ভান করে জামাত। তারপর ধীরে ধীরে তাদের কার্য শুরু হয়। গুপ্ত সংগঠনের যা কার্য সেটাই।
আর দেশের বিভিন্ন কারখানাগুলোতে বারবার কীভাবে এত আগুন লাগছে সেগুলোও খতিয়ে দেখা দরকার নিরপেক্ষভাবে। নির্বাচন সামনে, সুযোগ তৈরি করে সুযোগ লুফে নিচ্ছে রাজাকার দলটি।
মিরপুর শিয়ালবাড়ি এলাকায় মঙ্গলবার (১৪ অক্টোবর) ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুব কৌশলে।
ডা. শফিকুর রহমান রাতে অগ্নিকাণ্ডের স্থল ঘুরে দেখেন এবং ফায়ার সার্ভিস, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
ডা. শফিকুর রহমান নিহতদের পরিবারকে গভীর সমবেদনা জানিয়ে প্রত্যেক পরিবারের জন্য তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা করে অনুদানের ঘোষণা দেন।
বলেন, “এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।”
