সিরাজগঞ্জ: বিএনপি-জামায়াতের অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য, অপরাজনীতি আর দখলদারি।
জামায়াত আর বিএনপি দুইভাই সমানে সমানে টক্কর দিচ্ছে৷ দখলদারি, সুদ তো ইসলামে হারাম। জামায়াত, বিএনপি, ইউনূস তাহলে ভণ্ড ইসলাম! এটা বারবার প্রমাণিত। ধর্মীয় মোড়কে বিশেষ করে জামায়াত সাম্প্রদায়িক সহিংসা ছড়িয়ে আসছে।
সরকারি ভবন দখল করে জামায়াতের দলীয় কার্যালয় হলো।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সদরে অবস্থিত তুলা উন্নয়ন বোর্ডের সরকারি একতলা পাকা ভবন দখল করে জামায়াত ইসলামীর দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে।
অফিসটিতে উল্লাপাড়া পৌর জামায়াতের ৫নং ওয়ার্ডের সাইন বোর্ড লাগানো হলেও উপজেলা জামায়াতের নেতাকর্মীরা নিয়মিত যাতায়াত করেন।
এর আশপাশে উল্লাপাড়া সদর ইউপির অফিসসহ আরো কয়েকটি সরকারি অফিস রয়েছে। প্রায় ২/৩ মাস ধরে এই অবস্থা চললেও বাধা দেয়ার কেউ নেই।
বা অন্তর্বর্তী সরকারও কিছু বলবে না।
জামায়াত শিবির নিয়ন্ত্রিত ইউনুস সরকারের আমল এটি।