ঢাকা: জামাত-শিবির গোপনে ধান্ধাবাজি চাঁদাবাজি সরকারি অফিস দখল করে, ভালোই ইনকাম করছে। এজন্যই তো তারা নির্বাচন চায় না।
ওহ! তারা তো আবার চাঁদাবাজি করে না, হাদিয়া নেয়! লেবাসধারী জঙ্গীরা এক বছরে আয় করে পকেটে আগুন লাগিয়েছে।
দেখা গেলো, ইসিতে জমা দেওয়া ২০২৪ সালে আয় ও ব্যয় সব থেকে বেশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর।
আয় ও ব্যয়ের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আর তৃতীয় অবস্থানে রয়েছে জাতীয় পার্টি।
ইসিতে জমা দেওয়া দলগুলোর অডিট রিপোর্ট থেকে এসব তথ্য জানা গেছে।
ইসিতে জমা দেওয়া অডিট রিপোর্ট অনুযায়ী জামায়াত ২০২৪ সালে আয় করেছে ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা। আর ব্যয় করেছে ২৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা।
জামায়াত বলছে, কর্মীদের চাঁদা থেকে তারা আয় করেছে সাড়ে ১৬ কোটি টাকা। আর কর্মীদের বেতন-ভাতা দিতে গিয়েই তাদের সবচেয়ে বেশি, সাড়ে ৬ কোটি টাকা খরচ হয়েছে।
বাৎসরিক আয় ব্যয়ের যে হিসাব দেখিয়েছে সেখানে, কর্মীদের বেতন ভাতা বাবদ ব্যয় দেখিয়েছে সাড়ে ৬ কোটি টাকা! জামাতের কর্মীরা কি বেতনভুক্ত?
বিএনপি ২০২৪ সালে আয় দেখিয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা।
জাতীয় পার্টি ২০২৪ সালে আয় করেছে ২ কেটি ৬৪ লাখ ৩৮ হাজার ৯৩৮ টাকা। ব্যয় করেছে ১ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৪৪ টাকা।
নিবন্ধন পাওয়ার পর গণঅধিকার পরিষদ (জিওপি) প্রথমবার ইসিতে ২৪ সালে আয় দেখিয়েছে ৪৬ লাখ ৪ হাজার ৩০০ টাকা। ব্যয় ৪৫ লাখ ৯৬ হাজার ৮৮ টাকা।
বাংলাদেশ খেলাফত আন্দোলন ২০২৪ সালে ৩১ লাখ ৫৫ হাজার ৬৫৬ টাকা আয় করেছে। ব্যয় দেখিয়েছে ৩১ লাখ ১৪ হাজার ৩০৮ টাকা।