ঢাকা: জ্বলছে বাংলাদেশ! জাতীয় পার্টির অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে। একটা পার্টি অফিসে বার বার হামলা ও লুটপাট করে একটা জঘন্য ন্যারেটিভ তৈরী করা হচ্ছে।
জাতীয় পার্টি কোনদিন কোন রাজনৈতিক দলের উপরে হামলা চালায়নি, অফিসে গিয়ে অগ্নিসংযোগ করেনি!
সারা দেশে যেভাবে জাতীয় পার্টির কার্যালয় গুলোতে হামলা করলো আগুন দিলো এর বিচার এই অন্তর্বর্তী সরকার কবে করবে?
বারবার নুর বাহিনী সারা দেশে যেভাবে জাতীয় পার্টির কার্যালয়গুলোতে হামলা করলো আগুন দিলো তা ন্যায়ের পক্ষে যায় না।
এভাবে একের পর এক ষড়যন্ত্র করে রাজনৈতিক দল নিষিদ্ধ করাটা বা করতে চাওয়াটা কোনো ভালো লক্ষণ বলে মনে হচ্ছেনা।
ভিপি নুর রীতিমতো ঘোষণা দিয়ে মব করতে গিয়ে ফেঁসে গেছে। এখন হয়ে গেছে সেনাবাহিনী খারাপ।
আর সেনাবাহিনী যখন ট্যাংক দিয়ে জঙ্গী হাসনাত আব্দুল্লাহদের বাঁচিয়ে আনে তখন?
তখন সেনাবাহিনী দেশপ্রেমিক ছিল তাই না?
কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকালে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে কাকরাইল মোড় হয়ে জাতীয় পার্টির অফিস পার হওয়ার সময় পুলিশের দিকে ইট-জুতা নিক্ষেপ করতে থাকে।
এর কিছুক্ষণ পর তারা সড়কে অগ্নিসংযোগ করে। পরে তারা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করে এবং আগুন ধরিয়ে দেয়।
পাশাপাশি ঠাকুরগাঁও, টাঙ্গাইল, ময়মনসিংহ, রাজশাহীতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে।
ঠাকুরগাঁওয়ে হরিপুরে ও রাজশাহীর কার্যালয়ে অগ্নিসংযোগও করা হয়েছে।