ঢাকা: বিগত এক বছরে চাঁদাবাজদের আয় বেড়েছে! শেখ হাসিনাহীন বাংলাদেশের এমনই শোচনীয় পরিস্থিতি।
বিএনপির তো বেড়েছেই, জাতীয় পার্টির আয়ও বেড়েছে। দলগুলো চাঙ্গা হয়ে উঠছে। গা ঝাড়া দিয়ে উঠেছে এখন দলগুলো।
জাতীয় পার্টি ২০২৪ সালে আয় করেছে ২ কোটি ৬৪ লাখ ৩৮ হাজার ৯৩৮ টাকা আর ব্যয় করেছে ১ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৪৪ টাকা।
তবে ব্যয়টা কোথায় করলো, সেটা অবশ্য দেখা যাচ্ছে না।
দলটির স্থিতি এখন ৮৪ লাখ ৫০ হাজার ৮৯৪ টাকা।
বুধবার, ৩০ জুলাই জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়া নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের কাছে ২০২৪-পঞ্জিকা বছরের অডিট রিপোর্ট জমা দেন।
২০২৪ সালের (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর) পঞ্জিকাবর্ষের আয়-ব্যয়ের যে হিসাব নির্বাচন কমিশনে দেওয়া হয়েছে সেখানে দেখা গেছে, দলের মনোনয়ন ফরম বিক্রি, সদস্যের চাঁদা, প্রকাশনা বিক্রি ইত্যাদি থেকে দলটি আয় করে।
তবে এই হিসেব তো বাহ্যিক। আভ্যন্তরীণ হিসেব নয়।
এর আগে ভোটের বছর ২০২৩ সালে জাতীয় পার্টি আয় করে দুই কোটি ২২ লাখ দুই হাজার ৪০৫ টাকা।