ঢাকা: জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবি জানায়, রাজধানীর মালিবাগ এলাকা থেকে সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা যায়।
প্রসঙ্গত, শওকত মাহমুদ বিএনপির ভাইস চেয়ারম্যানও ছিলেন।
শওকত মাহমুদের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
শওকত মাহমুদ জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি এবং বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান।
তালেবুর রহমান বলেন, ‘শওকত মাহমুদ বর্তমানে ডিবি হেফাজতে আছেন। আজ বিকেলে তাঁর মালিবাগের বাসা থেকে তাঁকে নিয়ে আসা হয়।’
তাঁকে কোনো মামলায় গ্রেফতার করা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা বলেন, ‘এ সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই।’
