ঢাকা: এবার সাংবাদিকদের একহাত নিলেন মির্জা ফখরুল। অথচ সাংবাদিক অত্যাচারের কথা একবারো তাঁর মুখে শোনা গেলো না। সঠিক জায়গায় নেতারা কোনো পদক্ষেপ নেন না। অথচ এরাই জনগণের ভোট আশা করেন।

বিভক্তির কারণে নাকি সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত ‘মিডিয়া সংস্কার প্রতিবেদন পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, আপনাদের অনেকগুলো ইউনিয়ন, বিএফইউজে, ডিআরইউ আবার এগুলোরও দুই-তিনটি ভাগ। আপনারাদের নিজেদের ভেতরেই দলীয়করণ বাড়ছে।

রাজনৈতিক দলগুলো আপনাদের কাউকে পকেটে নিতে চায়; কিন্তু আপনারা নিজেরাই যদি পকেটে ঢুকে যান, তখনই সমস্যা তৈরি হয়।

তিনি বলেন, বিএনপি ৩১ দফার মাধ্যমে স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছে যে তারা একটি স্বাধীন গণমাধ্যম গড়ে তুলতে চায়। এ কারণে আমরা কমিশন গঠনের অঙ্গীকার করেছি।

জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেলে এ বিষয়ে নিঃসন্দেহে অগ্রাধিকার দেওয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *