ঢাকা: জয়বাংলা জাতীয় স্লোগান। যা কোনোভাবেই চেপে রাখা যায়না। জয়বাংলা স্লোগান মিশে আছে প্রতিটি বাংলাদেশি মানুষের রক্তের শিরায় শিরায়, ধমনিতে।

দেখা গেলো, টোকাই দলএনসিপির সমাবেশে বক্তব্য প্রদান কালে এক ব্যক্তি জয় বাংলা বলে বক্তব্য শেষ করেন। আসলে জয় বাংলা এমনই স্লোগান, যা কসরত করে বের করতে হয় না।

তবে ওই বয়স্ক লোকটাকেও হেনস্থা করতেও ছাড় দেয়নি এনসিপি নামধারী নরপিশাচরা।

শেষ পর্যন্ত ঐ ব্যক্তিকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে!

রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় একজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে যুক্তরাষ্ট্রে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সমাবেশে এই ঘটনা ঘটে।

ঐ ব্যক্তি জয় বাংলা বলে, তারপর ফের ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেন।

আটক ব্যক্তির নাম মোকলেছুর রহমান। তিনি কেরানীগঞ্জের বাসিন্দা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শাহবাগে এনসিপির একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের স্লোগান দিয়েছেন মোকলেছুর রহমান নামে এক ব্যক্তি। পরে দলটির কিছু নেতাকর্মী তাকে থানায় নিয়ে আসে।’

ঐ ব্যক্তিকে ঘেরাও করে ফেলে গুণ্ডাবাহিনী। এরপর থানায় নিয়ে যাওয়া হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *