চট্টগ্রাম: বাংলাদেশের সর্বত্র গগন ভেদ করে জয় বাংলা স্লোগান উঠছে। জয় বাংলাতেই মুক্তি খুঁজে নিচ্ছে জনগণ। তাঁদের মনে হচ্ছে একটু অক্সিজেন পাই জয় বাংলা বলে।
এবার চট্টগ্রামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলার সময় ক্রিকেটার সাকিব আল হাসানের নামে প্ল্যাকার্ড প্রদর্শন এবং জয় বাংলা স্লোগান উঠেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে হুলুস্থুল পরিবেশের সৃষ্টি হয়। মারধরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা নিজেকে এনসিপির কর্মী বলে দাবি করেছে। তবে এটা মিথ্যাও হতে পারে।
ঘটনাটি ঘটে বুধবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে চট্টগ্রামের পাহাড়তলীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে।
জানা গেছে, ম্যাচ চলাকালে সাকিব আল হাসানের নামে প্ল্যাকার্ড ও জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে তর্কাতর্কি এবং সংঘর্ষ হয়। এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
যারা আহত হয়েছেন তাঁদের মধ্যে তিনজনকে বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন মো. মেহেদী (২৭), সোলাইমান স্বপন (২৮) ও নুরুল হুদা (২৫)।
টোকাই এনসিপির দাবি, ছাত্রলীগ ও আওয়ামীপন্থিদের হামলায় ১০ কর্মী আহত হয়েছেন।
